সীতাকুণ্ড প্রেসক্লাবে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইরাজ বিতরণ করলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ। গত সোমবার জেলা পরিষদের পক্ষে এসব সরঞ্জাম প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তিনি তুলে দেন।
বিতরণকালে তিনি বলেন, প্রেসক্লাবের সদস্যরা দীর্ঘকাল ধরে সীতাকুণ্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম হেদায়েত, কার্যনির্বাহী সদস্য এম সেকান্দর হোসাইন, সহসভাপতি মো. জহিরুল ইসলাম, শিহাব উদ্দিন, নাসির উদ্দিন অনিক, শেখ সালাউদ্দিন, নির্দেশ বড়ুয়া প্রমুখ।