কবি প্রণয় কান্তির ৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উচ্চারক আবৃত্তি কুঞ্জের অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, ধর্মান্ধতার উর্ধে উঠে কবি প্রণয় কান্তি মানবপ্রেমকেই বড় করে দেখেছেন তার কাব্য ও ভাব-দর্শনে। পাশাপাশি দেশপ্রেমের জয়গান গেয়েছেন তিনি আমৃত্যু। এই ভাবনা তিনি ছড়িয়ে দিয়েছেন তার অসংখ্য ছাত্রছাত্রী ও অনুসারীদের মাঝে।
গত সোমবার নগরীর দামপাড়াস্থ টেলেন্ট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ‘মূর্খরা জীবিত নয়’ শীর্ষক অনুষ্ঠিত কথামালা, আবৃত্তি ও গানের সন্ধ্যায় নাট্যজন স্বপন মজুমদারের সভাপতিত্বে অতিথি আলোচক ছিলেন নাট্যকার, নির্দেশক প্রদীপ দেওয়ানজী, সাংবাদিক এজাজ ইউসুফী, দেবাশীষ পালিত, সজল মজুমদার, শিক্ষক অনুপমা অপরাজিতা, হাসান মারুফ রুমি ও মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে কবির কবিতা আবৃত্তি করেন মিলি চৌধুরী, মৌসুমী চক্রবর্তী, শাহ হোসাইন, শামিমা ইয়াছমিন, এ্যানি চৌধুরী, সুপ্রিয়া চৌধুরী, ফারহীন মাহমুদ খান, উম্মে সালমা নিঝুম, সাফা মারওয়া, অরিত্র রোদ্দুর ধর, টুটুল দেবনাথ, রোখসানা আফরিন সিলভিয়া, নাজিফা তাজনুর ও হামিদ উদ্দিন। সঙ্গীত পরিবেশন করেন লাকী দাশ, স্বপন মজুমদার ও আবদুল ওয়াহেদ চৌধুরী পিলু। সাংবাদিক ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক প্রদীপ দেওয়ানজী বলেন, প্রণয় কান্তির ছিল নিজস্ব এক দর্শন, যেখানে মানবতা ও মানবপ্রেমের জয়গান ছিল। তার কবিতায় তাই সমাজের অনেক অসঙ্গতি ও অসন্তোষের চরিত্র চিত্রায়িত হতে দেখা যায়। প্রেস বিজ্ঞপ্তি।