প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

এশিয়া কাপ হকি

| বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়ান কাপ হকির নতুন দিনক্ষণ নির্ধারণ হয়েছে আগামী ১ থেকে ১০ জুলাই। নতুন সূচি চূড়ান্ত করেছে এশিয়ান হকি ফেডারেশন। ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়াও বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। ‘বি’ গ্রুপে খেলবে জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে মুখোমুখি হবে। সেমিফাইনাল জয়ী দুই দল খেলবে ফাইনালে। এ ছাড়া থাকবে স্থান নির্ধারণী ম্যাচও। বাংলাদেশ গ্রুপে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে, ১ জুলাই। পরের দিন বাংলাদেশ লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ৩ জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। বাংলাদেশ ৭ জুলাই গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। ১০ জুলাই হবে ফাইনাল। এর আগে সেমিফাইনালসহ হবে স্থান নির্ধারণী।

পূর্ববর্তী নিবন্ধসু চি : আশা জাগিয়েও হতাশার দিকে যাত্রা
পরবর্তী নিবন্ধপ্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড