ঐতিহ্যবাহী সাতকানিয়া সরকারি কলেজে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন। গত রোববার সকাল ১০টায় প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
তিনি বলেন, সাতকানিয়া সরকারি কলেজ দক্ষিণ চট্টগ্রামের গৌরব। সাতকানিয়াবাসীর অহংকার। আগামী তিন বছরের মধ্যে কলেজটির অবকাঠামোগত চেহারা পাল্টে যাবে। নান্দনিক রূপ পাবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। এজন্য প্রয়োজন সোনার মানুষ। আনন্দের বিষয় হচ্ছে, বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র দত্ত। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া ইউএনও আব্দুস সালাম চৌধুরী। বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মাস্টার ফরিদুল আলম, ফয়েজ আহমদ লিটন, অধ্যাপক আমানউল্লাহ, সাবেক ছাত্রনেতা আবু ছালেহ, হারেজ মোহাম্মদ, আনিছুর রহমান, জাবেদ ইকবাল। প্রেস বিজ্ঞপ্তি।