বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ২য় থেকে ৮ম সেমিস্টারের জানুয়ারি-জুন ২০২১ সেশনের অনলাইন সেশন ওপেনিং প্রোগ্রাম বিভাগের চেয়ারম্যান অনিন্দ কুমার নাথের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ফিরোজ আহমদ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ভর্ার্সিটির ট্রেজারার প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার। ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মাইকেল দত্ত ও সহকারী অধ্যাপক জুয়েল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সুমাইয়া আকতার ও শ্যামা দত্ত কথা। ভার্চুয়াল এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।