বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং নাটোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাক টাকরো সুপার সিরিজ-১ এ চট্টগ্রাম জেলা সেপাক টাকরো দল কোয়াড ইভেন্ট ও টিম ইভেন্টে রানার্স আপ হয়েছে। ফাইনালে কোয়াড ইভেন্টে মুন্সিগঞ্জ জেলার কাছে ২-১ সেটে পরাজিত হয়ে রানার্স আপ হয় চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা দলের পলাশ কোয়াড ইভেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। টিম ইভেন্টের ফাইনালে স্বাগতিক নাটোর জেলা দলের কছে ২-১ সেটে পরাজিত হয়ে রানার্স আপ হয় চট্টগ্রাম। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নাটোর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুছ। প্রেস বিজ্ঞপ্তি।