চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে যাচ্ছেন সদ্যপ্রয়াত সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের সহধর্মিনী হাসিনা খানম (৪৭)। গতকাল বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে হাসিনা খানম নির্বাচন করতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সদ্য সম্পন্ন নির্বাচনের আগে কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে স্থগিত হওয়া এই ওয়ার্ডের নির্বাচন নতুন তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৮ জানুয়ারি মারা যান ৩১নং আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম। ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় তারেক সোলেমান সেলিম নব্বইয়ের দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তুখোড় এক নেতা হিসেবে রাজপথে ছিলেন। নানাভাবে বিরোধী পক্ষের অত্যাচার নির্যাতন সত্বেও কখনো তিনি বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। ৩১নং আলকরণ ওয়ার্ডে চার চারবার কাউন্সিলর নির্বাচিত হয়ে তার প্রতি এলাকার জনসমর্থনেরও প্রমান দেন তারেক সোলেমান। তাঁর পিতা মোহাম্মদ ছালেহও ছিলেন আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
উল্লেখ্য তারেক সোলেমানের মৃত্যুতে স্থগিত হয়ে যাওয়া নির্বাচনের নতুন সিডিউল ঘোষণার পর নতুন করে প্রার্থী দেয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তারেক সোলেমানের স্ত্রী হাসিনা খানমকে প্রার্থী হওয়ার অনুরোধ জানান। গতকাল তিনি প্রার্থী হওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে হাসিনা খানম বলেন, একটি আধুনিক ওয়ার্ড গড়ার যে স্বপ্ন আমার স্বামী দেখেছিলেন, তা বাস্তবায়ন করতেই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনোনয়ন ফরম নেব। যদি মনোনয়ন পাই এবং জনরায়ে কাউন্সিলর নির্বাচিত হই তাহলে আমার স্বামী মরহুম তারেক সোলেমান সেলিমের জনসেবার ধারা অব্যাহত রাখবো।