রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর জিল্লুর রহমান ভান্ডারী হত্যা মামলায় নিহতের ছোট ভাই ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে পৌছেছে। আগামী ধার্য্য তারিখে আদালতে সর্বশেষ একজন সাক্ষীকে উপস্থাপনের মাধ্যমে মামলাটির রায়ের জন্য প্রস্তুত হবে বলে জানা গেছে।
গতকাল চট্টগ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালতে গুরুত্বপূর্ণ দুইজন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। এরা হলেন, নিহত জিল্লুর ভান্ডারির ছোটো ভাই কাতার প্রবাসী জিয়াাউদ্দিন বাবলু ও মামলাটির দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা হায়দার আলী আখন্দ।
চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট মো. লোকমান হোসেন চৌধুরী আজাদীকে বলেন, আগামী ১ মার্চ মামলাটির পরবর্তী ধার্য্য তারিখ রয়েছে। এদিন সর্বশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলাটির সাক্ষ্যপর্ব শেষ হচ্ছে। এরপর মামলাটি রায়ের জন্য প্রস্তুত হবে বলে জানান তিনি।
রাষ্ট্রপক্ষের কৌশুলি জানান, এ মামলায় আদালতে রাষ্ট্রপক্ষ গতকাল ধার্য্য তারিখ পর্যন্ত মোট ২২ জন সাক্ষীকে উপস্থাপন করতে পেরেছেন। মামলাটিতে মোট ২৫ জন সাক্ষী রয়েছে বলে জানান তিনি। এর আগে মামলাটিতে প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, পুলিশ সদস্য, নিহতের স্বজনদের সাক্ষ্য নেয়া হয়েছিল বলে জানা গেছে। ২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়া একটি স্কুলের সামনে জিল্লুর রহমান ভান্ডারিকে গুলি করে হত্যা করা হয়।