কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এর ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিক শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে ঢাকা সিটি ক্লাব। গতকাল কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ঢাকা সিটি ক্লাব ৫ উইকেটে পারভেজ স্মৃতি সংঘকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা পারভেজ স্মৃতি সংঘ নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেটে হারিয়ে মাত্র ৭৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে ঢাকা সিটি ক্লাব ৫ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সে সাথে সবার আগে নিজেদের ফাইনালে নিয়ে যায়। বিজয়ী দলের ইরফান বল হাতে ৩ উইকেট নিয়ে প্রথম সেমিফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হক নজু।