আমার রেখে যাওয়া কাজ শেষ করবেন নতুন নির্বাচিত পর্ষদ

প্রত্যাশা সুজনের

| সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, আমি দায়িত্বকালে নগরীর প্রধানতম সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সাধ্যমত চেষ্টা করেছি। ১৭টি খাল পরিষ্কার করে পানি প্রবাহ স্বাভাবিক করার পাশাপাশি মশার প্রজনন ধ্বংসে ওষুধ ছিটানোর ব্যবস্থা নিয়েছি। ৬ মাসের দায়িত্বকালে আমি নগরবাসীর আকাঙ্ক্ষা অনুযায়ী সেবা দেয়ার চেষ্টা করেছি। কর্পোরেশনের নতুন নির্বাচিত পর্ষদ আমার রেখে যাওয়া কাজ শেষ করবেন বলে প্রত্যাশা করি। গতকাল রোববার সকালে নগরীর টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী অফিসে তাঁর দপ্তরে কর্পোরেশনের বিভাগীয় প্রধানদের সাথে সভায় তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, চসিক আঞ্চলিক অফিস জোন-৬ এর প্রধান নির্বাহী আফিয়া আকতার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন কবির চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি ক্রেতার বিরুদ্ধে বাংলাদেশি পোশাক সরবরাহকারীদের বিরল জয়
পরবর্তী নিবন্ধদেশের সুশাসন জাদুঘরে, গণতন্ত্র কফিনে বন্দি: বাবলু