ছাত্রলীগের শূন্যপদে চট্টগ্রামের তিনজন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

ছাত্রলীগের ৬৩ শূন্যপদ পূরণ করে কমিটি পূর্ণ করা হয়েছে। এতে এক সহ সভাপতিসহ তিনটি গুরুত্বপূর্ণ পদে চট্টগ্রামের তিনজন স্থান পেয়েছেন। গতকাল ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নির্বাহী সংসদের শূন্যপদে ৬৩জনকে মনোনীত করেছেন। এরমধ্যে তিনজন চট্টগ্রামের সন্তান আছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও চুয়েটের শিক্ষার্থী।
জানা যায়, সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মীরসরাইয়ের সন্তান রায়হান ইউসুফ। চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকেরকে পাঠাগার সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও চকরিয়ার সন্তান আনোয়ার হোসেনকে উপ-পাঠাগার সম্পাদক মনোনীত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআসন সঙ্কট নেই : ইউজিসি
পরবর্তী নিবন্ধইসির বিরুদ্ধে মামলা করার ঘোষণা শাহাদাতের