কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে তরুণের মর্মান্তিক মৃত্যু

কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাত পর্যন্ত তরুণের পরিচয় মেলেনি। গতকাল রোববার বেলা ১১টার দিকে কালুরঘাট সেতুর মাঝখানে দোহাজারীমুখী ট্রেনে কাটা পড়ে একেবারে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় ওই তরুণের দেহ। এর পর সেতুতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মরদেহ সরিয়ে নেয়ার পর যান চলতে শুরু করে। এর মধ্যে শত শত মানুষকে পায়ে হেঁটে সেতু পার হতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৭- ১৮ বছর বয়সী ওই তরুণ সাইকেলযোগে সেতুর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে আসছিলেন। এ সময় সেতুতে ট্রেনে কাটা পড়েন তিনি। তার পরণে গেঞ্জি ও প্যান্ট ছিলো।
সেতুর পূর্ব পাড়ের রেলওয়ের গেটম্যান মো. লোকমান হোসেন বলেন, ট্রেনে কাটা পড়া ওই ব্যক্তি মারা গেছেন। তিনি সাইকেল চালিয়ে সেতু পার হচ্ছিলেন। ওইসময় ঘটনাস্থলে অবস্থানকারী বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমান বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। শরীর বিকৃত হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অঙ্গ-প্রত্যঙ্গগুলো নিয়ে আসা হয়েছে। রাত পর্যন্ত তার খোঁজে কেউ আসেনি।
কালুরঘাট টোল অফিসের শিফট ম্যানেজার নুরুল উদ্দিন জানান, দুর্ঘটনার পর সেতুতে বেলা ১১টা ২৫ মিনিট থেকে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়েছে। মরদেহটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়। এ সময় শত-শত যাত্রীকে পায়ে হেঁটে সেতু পার হতে হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর জ্যামে আটকে উপজেলার সারোয়াতলী কনজুরী এলাকার এক বৃদ্ধ প্রাণ হারান। এর আগে ২০১৬ সালের ৬ অক্টোবর একই অবস্থার পুনরাবৃত্তি ঘটেছিল এখানে। তখনও ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়েছিল।
স্থানীয়রা বলেন, এভাবেই কত মানুষের মাথা কাটা গেল, কত তাজা প্রাণ ঝরে পড়ল -এর কোনো হিসাব নেই। কোনো কোনো সময় দেখা গেছে- প্রাণহীন দেহের হাড্ডি চামড়া রেলের চাকার সাথে ঘেঁষে ঘেঁষে বাহির সিগন্যাল পর্যন্ত এসেছে।

পূর্ববর্তী নিবন্ধআশা জাগাচ্ছে সংক্রমণের নিম্নগতি
পরবর্তী নিবন্ধপ্রাইজবন্ডের ড্র