আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হযরত আব্দুল হাকিম মাইজভান্ডারী (রহঃ) এর ২৫তম বার্ষিক ওরশ গতকাল সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি দিদারুল আলম। এসময় এমপি দিদার বলেন, আব্দুল-হাকিম মাইজভান্ডারী ছিলেন মানবদরদী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তাহের গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম এ তাহের, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি শাহীনুল আলম টিপু, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূইঁয়া, আকবরশাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহাম্মদ, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, সাইফুল আলম, সাহিদুল আলম, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, তাহের মনজুর কলেজের সাবেক অধ্যক্ষ বাদশা আলম, তাহের মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান মোস্তফা-হাকিম গ্রুপের কর্মকর্তা কর্মচারী প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা গাজী মঈন উদ্দিন আশ্রাফী। প্রেস বিজ্ঞপ্তি।