আব্দুল হাকিম মাইজভাণ্ডারী ছিলেন মানবদরদী

বার্ষিক ওরশ অনুষ্ঠানে এমপি দিদার

| রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:৪৪ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হযরত আব্দুল হাকিম মাইজভান্ডারী (রহঃ) এর ২৫তম বার্ষিক ওরশ গতকাল সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি দিদারুল আলম। এসময় এমপি দিদার বলেন, আব্দুল-হাকিম মাইজভান্ডারী ছিলেন মানবদরদী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তাহের গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম এ তাহের, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি শাহীনুল আলম টিপু, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূইঁয়া, আকবরশাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহাম্মদ, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, সাইফুল আলম, সাহিদুল আলম, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, তাহের মনজুর কলেজের সাবেক অধ্যক্ষ বাদশা আলম, তাহের মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান মোস্তফা-হাকিম গ্রুপের কর্মকর্তা কর্মচারী প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা গাজী মঈন উদ্দিন আশ্রাফী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদা রক্ষা করেই উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে
পরবর্তী নিবন্ধআসুন আহত প্রতিবন্ধীর পাশে দাঁড়াই