‘হালদা নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভা গতকাল শনিবার হালদা নদীর মেখল ইউনিয়নের সত্তারঘাট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনি তার বক্তব্যে বলেন, জনকল্যাণের জন্য দেশের উন্নয়ন প্রয়োজন। হালদা রক্ষা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। হালদা নদীর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে রয়েছে। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন রেলপথ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বলেন, মীরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরীতে হালদা নদী থেকে পানি নেওয়ার কথা অনেকেই বলছেন। কিন্তু এ সিদ্ধান্ত গ্রহণ সঠিক হবেনা। মানুষের কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা প্রয়োজন। তবে তা করতে হবে হালদা নদী রক্ষা করে। হালদা নদীতে মাছের মজুদ বৃদ্ধি করতে নদীতে থাকা রাক্ষুসে মাছ অপসারণ করতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবদুল করিম বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য, পরিবেশ, ডলফিন ও মৎস্য সম্পদ রক্ষা রক্ষা করে প্রকল্প গ্রহণ করতে হবে। হালদা নদীর ক্ষতি হবে এমন প্রকল্প গ্রহণ করা যাবেনা। তিনি উদ্বোধনী বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদর্শন করেন হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া ও আইডব্লিউ এমএর উপ নির্বাহী পরিচালক এস এম মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী অকিল কুমার বিশ্বাস।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকনদ্দৌলা, চট্টগ্রাম ওয়াশার ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুল্লাহ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সহকারী গবেষণা কর্মকর্তা শাফাত হোসেনের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ক্বারী ওসমান। বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।











