রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির দোয়া মাহফিল

| রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির উদ্যোগে সমিতির সাবেক কর্মকর্তা ও সদস্যদের মৃত্যুতে এক স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে রেয়াজউদ্দিন বাজার চৈতন্য রোডস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল উদ্দিন। সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় দোয়া, মিলাদ মাহফিল ও খতমে কোরআন পরিচালনা করেন মুফতি গোলাম কিবরিয়া শরিফী ও হাফেজ মাওলানা আনোয়ারুল হক আল আজাহারী। এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মো. নাছির উদ্দিন, মো. আজগর হোসেন, মো. আব্বাস হোসেন, রুহুল কাদের, মো. সাইফুল আলম, মো. হারুনুর রশিদ লিটন, মো. আবু তৈয়ব কালু, জাফর আহম্মদ, রশিদ আহমদ, এম. সাইফুদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় সাত কোটি টাকার ৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
পরবর্তী নিবন্ধঅন্ধকার দোছড়ি ইউনিয়ন অচিরেই আলোকিত হবে