কবিতার ফেরিওয়ালার প্রকাশনা উৎসব

| রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:২৪ পূর্বাহ্ণ

কবি আ ন ম ইলিয়াছের তৃতীয় কাব্যগ্রন্থ কবিতার ফেরিওয়ালার প্রকাশনা উৎসব গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক ড. উদিতি দাশ, কবি ও শিশু সাহিত্যিক আকতার হোসাইন, নিজামপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন। চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে ও প্রকাশনা উৎসব কমিটির আহবায়ক আবুল ফজল বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করেন কবি আ.ন.ম ইলিয়াছ। বক্তব্য রাখেন ড. মহিউদ্দিন, লেখক কামাল চৌধুরী, দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস চক্রবর্ত্তী। কবিতা ফেরিওয়ালা কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্পাসে সীমিত পরিসরে ক্লাসের উদ্যোগ ইডিইউর
পরবর্তী নিবন্ধভোটে বিএনপির সন্ত্রাসের জবাব দিয়েছে মানুষ