বলতে হয় উল্টো করে! যে নারী চুল বাঁধে, সে নারী রাঁধতেও জানে। অনেকেই মনে করেন এ যুগের নায়িকারা শুধু অভিনয়, সাজগোজ নিয়েই ব্যস্ত থাকেন। রান্নাবান্নায় তাদের আগ্রহ নেই। তবে অনেক নায়িকাই সেই ধারণা ভুল প্রমাণ করেছেন। অনেকে তো আবার রান্নার জন্য বেশ খ্যাতিও অর্জন করেছেন। এবার নতুন প্রজন্মের নায়িকা নুসরাত ফারিয়া দেখালেন তার প্রতিভা। শীতের মৌসুমে বাঙালির ঐতিহ্যবাহী ভাপা পিঠা বানালেন তিনি। লাইভে এসে সেই পিঠা বানানোর দৃশ্য নিজেই দেখালেন ভক্তদের। ফেসবুকে নুসরাত ফারিয়ার পোস্ট করা সেই ভিডিওতে দেখা গেল, কয়েকজন নারীর সঙ্গে বসে নিপুণ হাতে পিঠা বানাচ্ছেন তিনি। রয়েছেন তিনি ঘরোয়া আমেজে সাদামাটা পোশাকে। ঠিক যেমনটা হন বাঙালি পরিবারের মেয়েরা।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভাপা পিঠা তৈরি হচ্ছে।’ ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘ শীতকাল প্রায় শেষের দিকে। আজ তৈরি করছি ভাপা পিঠা। তবে নতুন চালের কারণে পিঠা সুন্দর হচ্ছে না। আমরা অনেকে মিলে পিঠা বানাচ্ছি। আমিও কয়েকটি বানিয়েছি।’ পিঠা তৈরির ভিডিও দেখে কমেন্টে অনেক ভক্তই প্রশংসা করেছেন। আবার অনেকে নেতিবাচক মন্তব্যও করেছেন। কিন্তু নেতিবাচক মন্তব্য কখনোই চিন্তায় নেন না তিনি। এ অভিনেত্রীর আরো একটি পরিচয় রয়েছে, তিনি খুব ভালো গানও করেন। সংগীতশিল্পী হিসেবে প্রকাশ করেছেন দুটি গানও।