পটিয়ার কচুয়াই ইউনিয়নের যুব নিশান ক্লাব আয়োজিত নিশান কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফকিরপাড়া ক্রিকেট টিম। গতকাল শনিবার বিকেলে উপজেলার চক্রশালা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফকিরপাড়া ৩ উইকেটে মল্লপাড়া ক্রিকেট টিমকে পরাজিত করে। ৩০ ওভারের খেলায় মল্লপাড়া ক্রিকেট দল ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে ফকিরপাড়া ক্রিকেট টিম ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে নিয়ে ৩ উইকেটে বিজয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় ফরহান সিরাজ বাপ্পা। খেলা শেষে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য সামশুল হক চৌধুরী চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করেন। যুব নিশান ক্লাবের সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ, পটিয়া আনসার ব্যাটেলিয়নের অধিনায়ক এসএম আজিম উদ্দিন, দক্ষিণ জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, খরনা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। প্রধান অতিথি সামশুল হক চৌধুরী বলেন, পটিয়ায় ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের জন্য মহা সড়কের পাশে খরনা বিলে আধুনিক একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে উক্ত জায়গা নির্ধারন করা হয়েছে। চলতি বছরের মধ্যে নির্মাণ কাজ শুরু করা হবে।