জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

এবার এইচএসসির অটো পাসের ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে রয়েছে মেয়েরা। গতকাল শনিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার মোট ১২ হাজার ১৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী সংখ্যা ৬ হাজার ৩৯৬ জন। আর ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭৪৭ জন। গতবার জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র সংখ্যা বেশি ছিল। ২০১৯ সালে মোট জিপিএ-৫ পায় ২ হাজার ৮৬০ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ছিল ১ হাজার ৪৪৮ জন। আর ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পায় ১ হাজার ৪১২ জন।
উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া মোট ৯৭ হাজার ৯৬৭ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা ৫০ হাজার ৩২ জন। ছাত্র সংখ্যা ৮৭ হাজার ৯৩৫ জন। অটোপাসের সিদ্ধান্তের কারণে শতভাগ পরীক্ষার্থী এবার পাস করেছে।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষা ছাড়া যেভাবে হলো ফল
পরবর্তী নিবন্ধজেএসসি-এসএসসিতে না পেয়েও জিপিএ-৫ পেলেন ১৭ হাজার শিক্ষার্থী