প্রশিক্ষিত কর্মীরাই দলে চূড়ান্ত সফলতা এনে দিতে পারে

হলদিয়ায় ছাত্রসেনার কর্মশালায় বক্তারা

| শনিবার , ৩০ জানুয়ারি, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

যেকোনো আদর্শিক রাজনীতিকে এগিয়ে নিতে প্রশিক্ষিত, দক্ষ, সৎ ও নিবেদতিপ্রাণ নেতাকর্মী প্রয়োজন। ছাত্রসেনার রাজনীতির লক্ষ্য ছাত্র সমাজের কল্যাণ। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সৎ, দক্ষ, ত্যাগী আদর্শে উজ্জীবিত নেতাকর্মীর বিকল্প নেই। রাজনীতির লক্ষ্য হতে হবে দেশসেবা ও জনকল্যাণ। এ লক্ষ্য না থাকলে রাজনীতি ব্যর্থতায় পর্যবসিত হবে। গতকাল শুক্রবার সকালে হযরত দেওয়ানী শাহ্‌ প্রকাশ চিন্নি বটতল সংলগ্ন মাঠে ছাত্রসেনা রাউজান হলদিয়া শাখার উদ্যোগে সংগঠনের অভিষেক, প্রশিক্ষণ কর্মশালা ও ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ছাত্রসেনা ইউনিয়ন সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ছাত্রনেতা মুহাম্মদ ইমতিয়াজ আকবর ও আবদুল হালিমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইদ্রিস আনসারী। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হলদিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা ছাত্রসেনার অর্থ সম্পাদক জাহেদ কাদের। বিশেষ অতিথি ছিলেন মাওলানা জাফর আলম নুরী, মাওলানা বেলাল, মাওলানা দিদারুল আলম, ইউনিয়ন যুবসেনার সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, মুহাম্মদ বাহাদুর, উপজেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা শহিদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক জুলফিকার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাসানুল করিম, সাবেক সভাপতি মোশারফ, শওকত হোসেন সারজান।
পরে কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, খেলাধুলা, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সমাবেশ
পরবর্তী নিবন্ধঅটোপাসের দাবিতে এসএসসি শিক্ষার্থীদের মানববন্ধন