সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল বিকেলে নিউ মার্কেট চত্বরে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক হেলাল উদ্দিন কবির। বক্তব্য দেন বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয়। বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতের দাবিতে লড়াই করে আসছে। বর্তমানে বিশেষ করে করোনাকালে শ্রমিকরা জীবন ও জীবিকার অসম সংকটে দিনযাপন করছেন। করোনার দোহাই দিয়ে চলছে শ্রমিক ছাটাই। বন্ধ হচ্ছে কলকারখানা। অন্যদিকে রাষ্ট্রীয় পাটকল-চিনিকল বন্ধ করে শ্রমিকদের বেকার করে দেয়া হচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতের দাবি জানান। রায়হান উদ্দিনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব আকরাম হোসেন, সদস্য নুরুল হুদা নিপু। প্রেস বিজ্ঞপ্তি।