হাটহাজারী উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ে বাদশা মিয়া চৌধুরী গ্রন্থাগারের উদ্বোধন অনুষ্ঠান গত ২৮ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরখান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক মো. রফিক। এতে মোহাম্মদ নুরখান বলেন, গ্রন্থাগারে শিক্ষার্থীরা যত বেশি বই পড়বে, জ্ঞান অর্জন করে তত বেশি ভালো মানুষ তৈরি হবে, আলোকিত মানুষ তৈরি হবে। আলোকিত সমাজ বিনির্মাণে গ্রন্থাগার বাতিঘর হিসেবে কাজ করে। গ্রন্থাগার হচ্ছে সমাজ উন্নয়নের বাহন। একটি জাতির মেধা, মনন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারণ ও লালনকারী হিসেবে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রন্থাগার থেকে জ্ঞান সংগ্রহ করে, নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই বাদশা মিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি।