আমার বাবা এ.এফ.এম মাহফুজুল করিম ছিলেন একজন অনন্যসাধারণ মানুষ। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অনন্য ব্যক্তিত্ব। অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত ছিলেন। যেমন বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপক, বিকেবি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দোকান মালিক সমিতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন শপওনার্স এসোসিয়েশনের প্রাক্তন যুগ্ম সম্পাদক, বিকেবি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির প্রাক্তন সহ-সভাপতি, চট্টগ্রাম বেতারের প্রাক্তন শিল্পী, প্রাক্তন সঙ্গীত শিক্ষক, এপোলো শপিং সেন্টার বণিক কল্যাণ সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক, ভিআইপি টাওয়ারের নির্বাচনে তিনবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন, নাটকের অভিনেতা ও নাট্য পরিচালক প্রভৃতি। তাঁর আরেকটা গুণের কথা বলতেই হয়, তিনি বান্দরবনে ১৯৭০ সালের ২৫শে ডিসেম্বর সাইকেলে উঠে মাটিতে পা না রেখে ৩০ ঘন্টা অনবরত সাইকেল চালিয়েছেন এবং সাইকেলে খাওয়া দাওয়া, কাপড় বদলানো, গোছল করা ও বিভিন্ন কসরত দেখিয়ে মানুষকে বিমোহিত করেছেন। এতে এলাকাবাসী তাঁকে সাইকেলের জাদুকর উপাধি দেন। আজ আমার বাবা নেই। গত নভেম্বরে আমরা তাঁকে হারিয়েছি। কিন্তু তাঁকে তো ভোলা যায় না। আল্লাহ তাঁকে বেহেস্ত দান করুন।