ডাক্তারের চেম্বারে রোগী দেখানোর পর যে ফি নেওয়া হয় তার রশিদ কেন দেন না! সরকারের উচিত ডাক্তারদের রশিদ দিতে বাধ্য করা। এতে করে সরকারের যেমন কর আদায় সহজেই হবে তেমনি রোগীদেরও একটা দুর্ভোগ কমবে। যে ডাক্তারের যত ইচ্ছে ফি নেওয়া এবং তার উপর কম্পাউন্ডাররা যে যার মতন কমিশন নেওয়া থেকে কিছুটা মুক্তি মিলবে। সিগারেটের গায়ে লাগানো মূসক আদায়ের স্টীকারের মতন করে যদি ডাক্তারদের রশিদের ব্যবস্থা করে দেওয়া যায় সরকারের প্রচুর আয় হবে। বাংলাদেশে ডাক্তারদের মাঝে একটা অবৈধ অর্থ আয়ের বাতিক আছে। তাই তারা গ্রামের মেডিকেলে থাকতে চান না। হাসপাতালে রোগি মনোযোগের সাথে দেখেন না। তাদের সকল মনোযোগ চেম্বারে। যদিও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে স্বাস্থ্য বিভাগ থেকে সরকারি চাকরির পাশাপাশি কোন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করা যাবে না। এই নিয়মটি আদৌ কয়জন ডাক্তার মানছেন! তাই সরকারের উচিত এ বিষয়টি নজর দেওয়া।
– সিরাজুল মুস্তফা, চট্টগ্রাম