শুলকবহর ওয়ার্ড যুবলীগ সভাপতি বহিষ্কার

কেন্দ্রীয় নেতাকে ছুরিকাঘাত

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ জানুয়ারি, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

নগরীতে নির্বাচনী প্রচারণাকালে যুবলীগের কেন্দ্রীয় নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল বশরকে বহিষ্কার করা হয়েছে। গতকাল নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার এবং মাহবুবুল হক সুমনের সই করা এক চিঠিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। খবর বাংলানিউজ।
চিঠিতে উল্লেখ করা হয়- গঠনতন্ত্রের ২২ নম্বর শর্তের ক অনুচ্ছেদ অনুযায়ী সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় আপনাকে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো। গত ২৪ জানুয়ারি বেলা দুইটায় ষোলশহরে নির্বাচন প্রচারণাকালে ছুরিকাঘাত করা হয় কেন্দ্রীয় যুবলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দীকে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলায় যুবলীগ সভাপতি আবুল বশরকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া একই ঘটনায় জাহেদ নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধআসকারদীঘির পাড়ে বসতঘরে আগুন
পরবর্তী নিবন্ধআপাতত শুধু ওয়েবসাইটে সীমিত নিবন্ধনের সুযোগ