এইচএসসির ফল প্রকাশ আজ

| শনিবার , ৩০ জানুয়ারি, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আজ। সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এই ফলাফল ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত থাকবেন। খবর বাসসের।
গতকাল শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে এই ফলাফল গ্রহণ করবেন। এদিকে বাংলানিউজের এক খবরে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টায় ফলাফল ঘোষণার পর ১১টা থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা। জনসংযোগ কর্মকর্তা খায়ের জানান, ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ সম্পূর্ণ নিষেধ। শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না। অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনেও ফল পাওয়া যাবে।
বিডিনিউজ জানায় : মহামারীর মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে গতবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার যে ফল প্রকাশ করা হবে, তাতে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে পর্যালোচনা বা ‘রিভিউ’ আবেদন করতে পারবেন। আজ পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের রিভিউয়ের সুযোগ দেওয়া হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম জানিয়েছেন। গতকাল শুক্রবার রাতে তিনি বলেন, ফলাফলে কারো আপত্তি থাকলে রিভিউ করতে পারবেন। ফলাফল প্রকাশের পর রিভিউয়ের পদ্ধতি জানিয়ে নোটিস দেওয়া হবে। ফলে অসন্তুষ্ট হলে আবেদনের সুযোগ দেওয়া হবে।
১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে। কিন্তু করোনাভাইস মহামারীর কারণে সেই পরীক্ষা আর নেওয়া যায়নি। গত অক্টোবরে শিক্ষামন্ত্রী জানান, অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।

পূর্ববর্তী নিবন্ধগুলির শব্দে মিলল অস্ত্র কারখানা
পরবর্তী নিবন্ধআগ্রহ এখন টিকায়