গত ২৫ জানুয়ারী শেষ হয়েছে ওয়ানডে সিরিজ। পরদিন টেস্ট স্কোয়াডের কয়েকজন ক্রিকেটার অনুীশলন করে। গত বুধবার সিটি কর্পোরেশনের নির্বাচন থাকায় কোন অনুশীলন করেনি বাংলাদেশ দল। তবে আর বসে থাকার সময় নেই। তাইতো গতকাল পুরোদমে অনুীশলনে নেমে পড়েছে টাইগাররা। লক্ষ্য অবশ্যই টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে বধ করা। গতকাল সকালেই লাল বলে ওয়েস্ট ইন্ডিজ বধের প্রস্তুতিতে নেমে গেছে টিম বাংলাদেশ। পাশাপাশি আজ থেকে শুরু হচ্ছে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ। বলা যায় অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচ দুটি দিয়েই প্রস্তুত হতে যাচ্ছে টাইগাররা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে টিম বাংলাদেশ। যেখানে দলের প্রতিটি সদস্যই নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাস, মোমিনুল হক, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসনারা ব্যাট হাতে লম্বা সময় পার করেছেন নেটে। অপরদিকে বোলাররাও নিজেদের পরখ করে নেওয়ার চেষ্টা করেছে ব্যাটসম্যানদের বিপক্ষে। নেটে মুশফিক-তামিমরা তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহিদের পেস এর পাশাপাশি তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও তরুণ নাঈম হাসানের স্পিনও পরখ করেছেন। ওয়ানডে সিরিজে সাত উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ জানান দিয়েছেন নিজের আত্মবিশ্বাসী হয়ে উঠার কথা। মুশফিকের বিপক্ষে চেষ্টা করেছেন তার সেরা সব অস্ত্র ব্যবহার করে ঘায়েল করতে। আর তাতে বেশ কয়েকবার সফলও হয়েছেন মিরাজ। আর সে বোলিংটা করতে চান টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দলের সিনিয়র সদস্যদের পাশাপাশি তরুনরাও অনুশীলন করেছেন। অথচ তারা আজ প্রস্তুতি ম্যাচে খেলবে। তিন দিনের প্রস্তুতি ম্যাচের একাদশে থাকা ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান ও সৈয়দ খালেদ আহমেদরা খেলবেন। টেস্ট সিরিজে নামার আগে তাদের পরখ করে দেখবে টিম ম্যানেজমেন্ট।