জনগণের কাছে তাদের একদিন জবাবদিহি করতে হবে : খসরু

| শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

সদ্য শেষ হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে পুলিশি নিপীড়ন-নির্যাতন, হামলা-মামলা উপেক্ষা করে ভোটের অধিকার আদায়ে নির্বাচনে সহযোগিতার জন্য চট্টগ্রামবাসী ও বিএনপির নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের ৫দিন আগে থেকে চট্টগ্রামের প্রতিটি থানায় মামলা, গণহারে গ্রেফতার, আওয়ামী সন্ত্রাসীদের হামলা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা ধৈর্য ধারণ করে নির্বাচনের দিন পর্যন্ত জনগণের ভোটের অধিকার আদায়ে কাজ করে গেছেন। নির্বাচনের দিন প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় বহিরাগত সন্ত্রাসীরা সমস্ত কেন্দ্র দখল করে বিএনপি নেতাকর্মী ও কাউন্সিলর প্রার্থীদের উপর হামলা করে। এতে আমাদের বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীসহ অনেক নেতাকর্মী আহত হয়। অনেককে পুলিশ বিনা কারণে ধরে নিয়ে যায়। এতো জুলুম-নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করেছেন। তাদের এই অবদান দল মূল্যায়ন করবে। যারা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি, আর যারা গ্রেফতার হয়েছেন তাদের আইনগত সহযোগিতা করা হবে।
আমির খসরু আরো বলেন, প্রকৃতপক্ষে এটি কোন নির্বাচন হয়নি, হয়েছে প্রহসন, হয়েছে নির্বাচনের নামে নির্যাতন। ঐ দিন প্রশাসন ও নির্বাচন কমিশন মিলে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার উৎসবে মেতেছিল। তিনি অভিযোগ করে বলেন, ২৭ তারিখ বিএনপির সাথে নির্বাচন হয়েছিল আওয়ামী প্রশাসন, আওয়ামী আইন শৃক্সখলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের সাথে। পুরো চট্টগ্রাম ঐ দিন সন্ত্রাসীদের মিলন মেলায় পরিণত হয়েছিল। ফলে চট্টগ্রামবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যারা এসব অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে জনগণের কাছে একদিন জবাবদিহি করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থী বালি একদিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধকুয়েতে পাপুলের চার বছরের কারাদণ্ড