বহদ্দারহাট এখলাছুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন রেজাউল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ৯:৫০ পূর্বাহ্ণ

সকাল পৌনে নয়টায় বহাদ্দারহাটস্থ এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এসময় তাঁর সাথে ছিলেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আ্‌ওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী।
বহাদ্দারহাটের নিজ বাসা থেকে দলীয় নেতাদের সাথে নিয়ে ভোট দিতে বের হন রেজাউল করিম চৌধুরী। তার পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবির সাথে মুজিব কোট। ভোট দিয়ে বের হয়ে তিনি নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, ভোটারদের মাঝে স্বত:স্ফূর্ততা দেখা যাচ্ছে। সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নিরপেক্ষ নির্বাচনের আশা আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, সব জায়গা থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণের খবর পাচ্ছি। মানুষজন আগ্রহের সাথে ভোট দিতে আসছে।
কারচুপির অভিযোগ নাকচ করে দিয়ে রেজাউল করিম বলেন, বিএনপি অভিযোগ নিয়েই পড়ে আছে, তারা ভোটের মাঠে নেই, তারা জনগণের সাথে নেই। তাদের কাজই হচ্ছে শুধু অভিযোগ করা।

পূর্ববর্তী নিবন্ধচসিক ভোট নিয়ে সংসদে উত্তাপ
পরবর্তী নিবন্ধকেন্দ্রগুলোতে জটলা বেশি কিশোর তরুণদের