চট্টগ্রাম কর অঞ্চলে সর্বোচ্চ করদাতা হলেন ৪১ ব্যক্তি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম কর অঞ্চল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা নির্বাচিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ২০ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি। এতে দেখা গেছে, চট্টগ্রাম জেলা ও সিটি কর্পোরেশন, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে মোট ১১ জন দীর্ঘমেয়াদী সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৮ জন সর্বোচ্চ করদাতা, ৬ জন মহিলা করদাতা এবং ৬ জন তরুণ পুরুষ করদাতা (৪০ বছরের নীচে) নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, চসিক কর অঞ্চল থেকে ২০১৯-২০ করবর্ষের দীর্ঘমেয়াদী করপ্রদানকারী দুজন হলেন মির্জা সালমান ইস্পাহানি এবং ড. শাফায়াত হোসেন খান। এছাড়া সর্বোচ্চ করপ্রদানকারী তিনজন হলেন আবু মোহাম্মদ, আলী হোসেন আকবর আলী এবং সদরউদ্দিন খাঁন।
এছাড়া তরুণ পুরুষ ক্যাটাগরিতে সর্বোচ্চ কর প্রদানকারী হলেন সৈয়দ মো. ফজলুল করিম। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হলেন মোছাম্মৎ ফারহানা মোনেম।
চসিক এলাকার বাইরে থেকে দীর্ঘমেয়াদী করদাতা নির্বাচিত হয়েছেন নবী হোসেন চৌধুরী এবং আলী হোসাইন। সর্বোচ্চ কর প্রদানকারী হলেন ইঞ্জিনিয়ার মো. মহসিন, আবুল হাশেম এবং মো. নজরুল ইসলাম চৌধুরী। তরুণ পুরষ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হয়েছেন রবিউল ইসলাম খোকন। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হলেন জান্নাতুল মাওয়া।
কঙবাজারে দীর্ঘমেয়াদী কর প্রদানকারী দুজন হলেন কাজল পাল এবং হায়দার আলী। এছাড়া সর্বোচ্চ তিন করদাতা হলেন মোহাম্মদ আবু কাউসার, মো. আলমগীর এবং মোহাম্মদ সেলিম। তরুণ পুরুষ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হলেন জিয়া উদ্দিন হায়দার এবং সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা নির্বাচিত হয়েছেন সার্জিনা আক্তার।
অন্যদিকে রাঙামাটি জেলার দীর্ঘমেয়াদি কর প্রদানকারী হলেন মো. বদিউল আলম এবং হাজী মো. বাদশা মিয়া। সর্বোচ্চ কর প্রদানকারী তিনজন হলেন লোকমান হোসেন তালুকদার, মো. রফিকুল আলম লিটন এবং খলিলুর রহমান। অন্যদিকে তরুণ পুরুষ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হলেন মো. সাখাওয়াত হোসেন। সর্বোচ্চ করপ্রদানকারী মহিলা করদাতা হলেন চিত্রা চাকমা।
খাগড়াছড়িতে দীর্ঘমেয়াদি দুজন করদাতা হলেন বিজয় কান্তি বড়ুয়া এবং সজল দে। এছাড়া সর্বোচ্চ করপ্রদানকারী তিনজন হলেন মোসাম্মৎ ফরিদা আক্তার, কাজী মো. নুর আলম এবং স্বপন চন্দ্র দেবনাথ। এছাড়া তরুণ পুরুষ ক্যাটগরিতে সর্বোচ্চ করদাতা হলেন নুর মোহাম্মদ। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হলেন ঝুলনা সাহা।
বান্দরবান জেলায় দীর্ঘমেয়াদি করদাতা হলেন মো. সামশু উদ্দিন সওদাগর। এছাড়া সর্বোচ্চ কর প্রদানকারী তিনজন হলেন মো. নুরুল আবছার, সামশু উদ্দিন সওদাগর এবং মো. আলী। এছাড়া তরুণ পুরুষ ক্যাটগরিতে সর্বোচ্চ করদাতা হলেন ফরহাদ হোসেন। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হলেন মে হ্লা প্রু।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক শ্রেণীতে এবারও সেরা করদাতা এম এ মালেক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ৮৩ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী