সাতকানিয়ায় কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ

পৌরসভা নির্বাচন

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৪:৩৯ অপরাহ্ণ

সাতকানিয়া পৌরসভা সভা নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আজ বুধবার (২৭ জানুয়ারি) প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। আর প্রতীক পেয়ে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এবার শুধু কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাতকানিয়ায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী নগরীর বন্দর থানা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান জানান, সাতকানিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এ.জেড.এম মঈনুল হক চৌধুরী খোকন প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে যাওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্ধিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। এখন শুধুমাত্র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারন কাউন্সলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী রয়েছে। প্রার্থীদের প্রাপ্ত প্রতীক হলো- ১নং ওয়ার্ডে মোঃ শাহজাহান (ব্ল্যাকবোর্ড), আবুল কাশেম (গাজর), এনামুল কবির (উট পাখি), গোলাম ফেরদৌস (পাঞ্জাবি), ২নং ওয়ার্ডে মোঃ ওয়াহিদুল আলম (ডালিম), মোঃ ওসমান গনি (গাজর), খুরশেদ আলম (টেবিল ল্যাম্প), মোঃ আলী (উট পাখি), ৩নং ওয়ার্ডে একেএম মোর্শেদ (উট পাখি), মোঃ মহিউদ্দিন (পাঞ্জাবি), ৪নং ওয়ার্ডে আবু বকর ছিদ্দিক (টেবিল ল্যাম্প), রফিকুল কাদের (উট পাখি), মুহাম্মদ শামসুল হক (পাঞ্জাবি), মোঃ নুরুল হক (ডালিম), ৫নং ওয়ার্ডে মোঃ ফরিদুল আলম (ব্ল্যাকবোর্ড), মোঃ আকতার হোসেন (ঢেঁড়স), আরিফুল ইসলাম (গাজর), এম এ মান্নান (উট পাখি), মোহাম্মদ রফিক (ব্রিজ), নুরুল ইসলাম (টেবিল ল্যাম্প), মোঃ নুর নাসিম (পাঞ্জাবি), সরওয়ার কামাল (ডালিম), ৬নং ওয়ার্ডে মোঃ সাইফুল আলম (ব্ল্যাকবোর্ড), মোস্তাফিজ (টেবিল ল্যাম্প), মোঃ জাহাঙ্গীর আলম (ডালিম), রাশেদুল ইসলাম (উট পাখি), সাইফুদ্দিন মোঃ খালেদ (পাঞ্জাবি), ৭নং ওয়ার্ডে এস এম শাহ এমরান (ডালিম), আরফাত উল্লাহ (টেবিল ল্যাম্প), আবদুল গফুর (উট পাখি), মোঃ নবাব রকিব (পাঞ্জাবি), ৮নং ওয়ার্ডে মোহাং খলিলুর রহমান চৌধুরী (ঢেঁড়স), মোঃ সাইফুদ্দিন দুলাল (গাজর), সৈয়দ হোসেন (পানির বোতল), মোঃ নুরুল আবছার (পাঞ্জাবি), মোঃ আবু বক্কর ছিদ্দিক (ব্ল্যাকবোর্ড), মোঃ কাউছার আলম (ফাইল কেবিনেট), গোলাম কবির (উট পাখি), মোঃ মকছুদুর রহমান চৌধুরী (ডালিম), মোঃ রাশেল উদ্দিন (টেবিল ল্যাম্প), জানে আলম (ব্রিজ) ৯নং ওয়র্ডে শিকু আরা বেগম (টেবিল ল্যাম্প), হুমায়ুন কবির চৌধুরী (উট পাখি), মোহাম্মদ আবদুল হালিম (পাঞ্জাবি) ও মোহাম্মদ আনোয়ার হোসেন (ব্ল্যাকবোর্ড)।
সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে (সংরক্ষিত-১) মাছুমা বেগম (আনারস), দিলু আরা বেগম (জবা ফুল), (সংরক্ষিত- ২) হাসিনা আক্তার (আনারস), শাহনাজ পারভীন (চশমা), মারজানা আকতার (জবা ফুল), (সংরক্ষিত- ৩) আফরোজা আক্তার (টেলিফোন), ইসমত জাহান (জবা ফুল) ও সামসাদ বেগম (আনারস)।

পূর্ববর্তী নিবন্ধইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর ভোট বর্জন
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের উত্তর পাহাড়তলীর বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী জসিম আটক