নির্বাচন কমিশনের নতুন সচিব হুমায়ুন কবীর

| বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৮:১৭ পূর্বাহ্ণ

রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. হুমায়ুন কবীর খোন্দকারকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার হুমায়ুন কবীরকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। খবর বাংলানিউজের।
নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা সিনিয়র সচিব মো. আলমগীর আগামী ২ ফেব্রুয়ারি অবসরে যাবেন। তাই অবসরে যাওয়ার সুবিধার্থে মঙ্গলবার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আরেকটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধশীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান
পরবর্তী নিবন্ধ‘প্রধানমন্ত্রীর উপহারের ঘর’ পেতে টাকা নেয়ায় মামলা