সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাযিল মাদরাসার তিনদিনব্যাপী বার্ষিক সভা, হযরত বড় হুজুর (রাহ.) ও ছোট হুজুর (রাহ.) এর ইছালে সওয়াব মাহফিল আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে। শুক্রবার সারারাতব্যাপী ওয়াজ-নসিহত ও যিকির-আযকার শেষে অনুষ্ঠিত হবে বিশেষ আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন দরবারে আলীয়া গারাংগিয়ার পীর হাফেজ মাওলানা মাহমুদুল হাছান ছিদ্দিকী হামেদী। মাহফিলে সবান্ধব অংশগ্রহণের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি শাহজাদা মমতাজুল ইসলাম ছিদ্দিকী। প্রেস বিজ্ঞপ্তি।












