গারাংগিয়া মহিলা মাদ্রাসার বার্ষিক মাহফিল কাল

| বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৮:১৪ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাযিল মাদরাসার তিনদিনব্যাপী বার্ষিক সভা, হযরত বড় হুজুর (রাহ.) ও ছোট হুজুর (রাহ.) এর ইছালে সওয়াব মাহফিল আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে। শুক্রবার সারারাতব্যাপী ওয়াজ-নসিহত ও যিকির-আযকার শেষে অনুষ্ঠিত হবে বিশেষ আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন দরবারে আলীয়া গারাংগিয়ার পীর হাফেজ মাওলানা মাহমুদুল হাছান ছিদ্দিকী হামেদী। মাহফিলে সবান্ধব অংশগ্রহণের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি শাহজাদা মমতাজুল ইসলাম ছিদ্দিকী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর জন্মবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধউত্তরা মোটর্স বাজারে নিয়ে এলো অত্যাধুনিক সুজুকি ভিটারা ব্রেজা