বাংলাদেশের প্রথম নৌপ্রধানের ইন্তেকাল

| বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৮:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান সাবেক নৌমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নুরুল হক আর নেই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে তাঁর মৃত্যু হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। নুরুল হক দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
১৯৭২-৭৩ সালে নৌপ্রধানের দায়িত্ব পালন করা নুরুল হকের মৃত্যুতে নৌবাহিনীর সর্বস্তরের সদস্যরা শোক প্রকাশ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গতকাল মঙ্গলবার জোহরের পর নৌ সদরদপ্তর মসজিদে নুরুল হকের জানাজা হবে। পরে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে আইএসপিআর। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ী আবদুল আলমের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধআনজুমনে ইত্তেহাদ রেয়াজুদ্দিন বাজার শাখার সভা