আনোয়ারা উপজেলার বটতলীর জমিদার এয়াকুব মিয়া চৌধুরীর নাতি, চট্টগ্রাম জেলা জজ আদালতের প্রাক্তন বিচারক মরহুম ছালেহ আহমদ চৌধুরীর পুত্র নিজাম উদ্দিন আহমদ চৌধুরী আজাদ (৪৯) গতকাল মঙ্গলবার দুপুর ১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) দরগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
নিজাম উদ্দিন আহমদ চৌধুরী আজাদের মৃত্যুতে আনোয়ারা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাংবাদিক নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ বটতলী এসএম আউলিয়া উচ্চ বিদ্যালয় ও এয়াকুবিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদ শোক জানিয়েছে।