আলকরণে সাধারণ কাউন্সিলর নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের ৩১নং আলকরণ ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী তারেক সোলেমান সেলিম মারা যাওয়ার কারণে স্থগিত হওয়া কাউন্সিলর পদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। গতকাল নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ (১) অনুযায়ী গত ২০ জানুয়ারী বাতিলকৃত সিটি করপোরেশনের ৩১ নম্বর সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ইতঃপূর্বে নিয়োগকৃত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এবং আপিল কর্তৃপক্ষ বহাল থাকবে। এছাড়া ইতঃপূর্বে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়ে থাকলে নতুন করে তাকে মনোনয়ন দাখিল করতে হবে না। নতুন তফসিল অনুযায়ী ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি।

পূর্ববর্তী নিবন্ধবিজয় মিছিল করা যাবে না
পরবর্তী নিবন্ধবাসা ও দলীয় কার্যালয়ে ব্যস্ত সময় শাহাদাতের