নগরীর বন্দরটিলার নয়ারহাট ক্রীড়া সংস্থা আয়োজিত ঘরোয়া ক্রিকেট প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে এনএইচসিএস সুলানস বনাম এনএইচসিএস স্পার্টান্স।
প্রথমে টসে জিতে সুলতানস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে নেমে ৬ উইকেটের বিনিময়ে ৭৭ রান করে স্পার্টান্স। ব্যাটিংয়ে নেমে ৩১ রানে থেমে যায় সুলতান। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ইসতি। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় রিদয়। পরে পুরস্কার বিতরণী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন সেলিম আফজল, হারুনুর রশিদ, জহুরুল আলম, মিজান, আব্দুল কাদের, ইকবাল হোসেন নয়ন, শওকত, জিয়াউল হক জিয়া। এতে সভাপতিত্ব করেন আরফাত আলম। ক্লাব সদস্য ছিলেন আরিফ, রাহাত, ইফাদ, মামুন, সাজু, হায়দার, পাবেল।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউল হক সুমন বলেন, মাদক নিমূর্লে খেলাধুলার বিকল্প নেই। খেলা মানুষের মেধার বিকাশ ঘটায়। দূরে রাখে মাদক থেকে। সুস্থ রাখে মন ও শরীর। তাই মাদক থেকে দূরে থাকতে যুবকদের নিয়মিত খেলাধুলার পরামর্শ দেন ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলর। দেন অতীতের মত যুবকদের পাশে থাকার প্রতিশ্রুতি। ঘোষণা দেন মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামার।