ভারত সরকারের পদ্মশ্রী-২০২১ খেতাবে ভূষিত হয়েছেন বাংলাদেশের সঙ্গীতজ্ঞ সনজীদা খাতুন ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। গতকাল সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। খবর বাংলানিউজের।
ভারতীয় হাইকমিশন জানায়, চলতি বছর ভারত সরকারের পদ্মশ্রী খেতাবে ভূষিত হয়েছেন সঙ্গীতজ্ঞ সনজীদা খাতুন ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। ভারতীয় হাইকমিশন থেকে তাদের দু’জনকে অভিনন্দন জানানো হয়েছে।