মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের উদ্যোগে গত ২৩ জানুয়ারি নাজিরহাটে ৫শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ সেলিম উদ্দিন। পৌর কাউন্সিলর মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শহিদুল ইসলাম, কর্পোরেশনের জোনাল ম্যানেজার মো. ইউসুফ সালাহ্ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী যোগেন চাকমা, সিনিয়র অফিসার মো. রেজাউল করিম, কর্মকর্তা মো. সরোয়ার আলম, ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন, নাজিরহাট পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।