নৌকার পক্ষে প্রচারণা

| মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ৯:৫৮ পূর্বাহ্ণ

মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে গত ২৪ জানুয়ারি মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে এক মতবিনিময় সভা রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদারের সভাপতিত্বে ও জামাল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহসভাপতি ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদ দাতা সমীর বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক অরূপ বড়ুয়া, রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় মহাসচিব মং হলা চিং, প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, ডা. প্রীতি বড়ুয়া, কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া, ড. সুব্রত বরণ বড়ুয়া, অধ্যাপক জগৎ জ্যোতি বড়ুয়া, চম্পা কলি বড়ুয়া, অধ্যাপিকা ববি বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, এড. জিকু বড়ুয়া, কমল বড়ুয়া, সম্যকের সভাপতি শুভ বড়ুয়া, বাংলাদেশ কলেজ ইউনির্ভাসিটি বৌদ্ধ স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি সুজন বড়ুয়া, চট্টগ্রাম কলেজ বৌদ্ধ ছাত্র সংসদের সভাপতি কনিক বড়ুয়া। বৌদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন-দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ড. বিমান বড়ুয়া, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া, কোতোয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিংকু বড়ুয়া, রাউজান উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ত্রিদীপ কুমার বড়ুয়া, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য উজ্জ্বল চৌধুরী চন্দন, সাবেক ছাত্রনেতা উত্তম কুমার বড়ুয়া, আওয়ামী লীগ নেতা প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া লিটন, কানন চৌধুরী, যুবলীগ নেতা স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, সনত বড়ুয়া, কাজল প্রিয় বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, এড. দীর্ঘতম বড়ুয়া, রেবা বড়ুয়া, সাবেক ছাত্রনেতা রুমেল বড়ুয়া রাহুল প্রমুখ।
প্রধান অতিথি বলেন- চট্টগ্রামকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত মেগা সিটিতে রূপান্তরের জন্য নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী রেজাউল করিম ভাইকে বিজয়ী করতে পারলে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের অগ্রযাত্রা শক্তিশালী হবে। মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, নৌকা সমৃদ্ধির প্রতীক, তিনি ধর্ম-বর্ণ-নির্বিশেষে আগামী ২৭ জানুয়ারি, স্ব স্ব ভোট কেন্দ্রে গিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ মেয়র প্রার্থী রেজাউল করিমের কাছে দাবি করে বলেন, আপনি বিজয়ী হলে চট্টগ্রামে বৌদ্ধদের কৃষ্টি ও সাংস্কৃতিকে ধরে রাখতে একটি ইনস্টিটিউশন গড়ার আহ্বান জানান এবং নৌকাকে বিজয়ী করতে বৌদ্ধ সম্প্রদায়ের ভোটারগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
১নং ওয়ার্ড যুবলীগ
১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী যুবলীগ উদ্যোগে নৌকার সমর্থনে গত ২৪ জানুয়ারী প্রচারণা করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য তৌফিক আহমদ চৌধুরী। এ সময় তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী রেজাউল করিম কে নৌকায় দেয়ার আহ্বান জানান। প্রচারণাকালে উপস্থিত ছিলেন দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী যুবলীগ সিনিয়র সহসভাপতি মো. আলমগীর, মো. শাহেদুল আলম, লিটন মল্লিক, মো. শাহজাহান, মোহাম্মদ জসিম, মোহাম্মদ আবু তালেব, মোহাম্মদ নাসির প্রমুখ।
এনায়েত বাজার আওয়ামী লীগ
নৌকা প্রতীকের পক্ষে গত রবিবার এনায়েত বাজার খ ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। ওয়ার্ডের অধীন মাষ্টারগলি, গাউসে ভান্ডারী লেইন, ২নং গলি, আল আমীন মসজিদ গলি, ডা. সৈয়দুর রহমান চৌধুরী গলি, বরফ গলি, বেলায়েত আলী শাহ লেইনসহ জুবিলী রোডের আশপাশের এলাকায় নৌকা প্রতীকের জন্য ভোট চাওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বজল আহমদ, মনোয়ার জাহান মনি, সরওয়ার জাহান সারু ও সাহাব উদ্দীন আহমদ প্রমুখ।
শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল
নৌকার সমর্থনে জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল চট্টগ্রামের উদ্যোগে গত রোববার জেড আর চৌধুরী বাবুর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে এক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তোফায়েল আহমেদ, মশিকুর রহমান, বি এম জাফর, মোহাম্মদ মহিউদ্দিন, লুতফর রহমান, ফিরোজ হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, জেবল হক, মোহাম্মদ দিদার। সঞ্চালনায় ছিলেন জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
চান্দগাঁওয়ে উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ
মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে গতকাল সোমবার চান্দগাঁও ওয়ার্ডে দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন। এসময় উপস্থিত ছিলেন দিলরুবা জামান শেলী, রাজিয়া মোস্তফা, হাবিবা ইসলাম, মালিহা জামান মালা, মনোয়ারা বেগম প্রমুখ।
পশ্চিম মাদারবাড়ী যুবলীগ
রেজাউল করিম চৌধুরীর সমর্থনে গতকাল সোমবার সকাল থেকে ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড যুবলীগের উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়। সাহেদুল ইসলাম সাহেদের নেতৃত্বে বাংলাবাজার, মাঝিরঘাট, পূর্ব মাদারবাড়ি ডিটি রোড এলাকায় গণসংযোগে উপস্থিত ছিলেন, আফছার উদ্দিন, শাহীন সরোওয়ার, নূর আলমগীর, হরি গোপাল, মাসুদুল ইসলাম মাসুদ, হাসান রাব্বানী, সাইফুল ইসলাম জুয়েল, মো. জোনায়েদ, মো. আরকান, মো. সিদ্দিক প্রমূখ।
যুবলীগ
নগরীর চৌমুহনী কর্ণফুলী মার্কেট, চারিয়া পাড়াসহ বেশ কিছু এলাকায় চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরীর নৌকার সমর্থনে গণসংযোগ করেছেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, নগর আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক। এসময় তিনি চট্টলার বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে আগামী ২৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আসলাম, মুহাম্মদ শাহ আলম, ওমর গনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম রিটন, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সহ-সভাপতি আব্দুস ছামাদ, মো. জাহাঙ্গীর আলম, আকরাম হোসেন সবুজ, হাসান মুরাদ।
দক্ষিণ জেলা কৃষক লীগ
আওয়ামী লীগ মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে গত ২৩ জানুয়ারি নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন দক্ষিণজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন দক্ষিণজেলা কৃষকলীগের সভাপতি মো. আতিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি সৈয়দ নুরুল আবছার, যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম টিপু, সাংগাঠনিক সম্পাদক নুরুল হুদা বুলু, জেলা কৃষকলীগ নেতা আসিফ ইকবাল, তাহেজুল ইসলাম, মো. আলী নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নৌকা প্রতীকে ভোট দিয়ে চট্টগ্রামের উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান।
ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম
নগরীর বিভিন্ন স্থানে ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে লিফলেট বিতরণ করা হয়। ডাক্তার মুজিবুল হকের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন ডা. আর কে রুবেল, বেলাল হোসেন উদয়ন, মো. হারুন-অর-রশিদ, মো. মিনহাজ উদ্দিন, মো. নাসির উদ্দিন, কানু দাস, বিপ্লব চক্রবর্তী, অনুপ কুমার দাস, নাজিম উদ্দিন, দিপু দাশ, তড়িৎ কুমার চৌধুরী, শফিউল বশর, সমীরন পাল।
হালিশহর থানা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ
চসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন হালিশহর থানা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সুমন দেবনাথ, সুজিত দাশ প্রমুখ।

জাহিদুল ইসলাম টিপু, ওমর ফারুক, মনিরুল্লাহ খান, নুরুল আজিম মানিক, আমিনুল ইসলাম রুবেল, কাজি রবিউল ইসলাম ফাহাদ, রাইতুল ইসলাম, শাওন আদিল, শওকত আকবর শান্ত, মেহেদি হাছান, কাজী আহাদ, শ্রাবণ সাগর, রায়হান বাবু, মো. পারভেজ প্রমুখ।
বায়েজিদ থানা যুবলীগ

মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে মহানগরীর বায়েজিদ থানা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাকছুদ চৌধুরীর উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার পলিটেকনিকেল মুজাফর নগর আবাসিক এলাকাসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করা হয়। গণসংযোগকালে উপস্থিত ছিলেন পলিটেকনিক্যাল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আলম চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। গণসংযোগকালে মাকছুদ চৌধুরী বলেন, চট্টগ্রামকে নান্দনিক ও বিশ্বমানের নগরী গড়ে তুলতে নৌকা প্রতীকে রায় দিন। নৌকায় ভোট দিয়ে চট্টগ্রামকে আরো পরিচ্ছন্ন নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলার অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষের পক্ষে প্রচারণা
পরবর্তী নিবন্ধআজব খাতুন