নুর হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ৯:৪৪ পূর্বাহ্ণ

নুর হোসেন স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে নুর ইসলাম স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার রাতে ১৯ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের মাঠে ফুটন্ত গোলাপ ক্লাবকে টাইব্রেকারে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়। খেলার নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়েও কোন গোল না হলে খেলা টাইব্রেকারে গড়ায়। পরে পেনাল্টি শটে স্থান নির্ধারণ সম্পন্ন হয়। এতে নুর ইসলাম স্মৃতি সংসদ ২-১ গোলে ফুটন্ত গোলাপ ক্লাবকে পরাজিত করে। নূর হোসেন স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আজিম নুরু, সাধারণ সম্পাদক ইফতেখার আলম জাহেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক শ্রম ও কর্ম সংস্থান সম্পাদক বখতেয়ার ফারুক, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবেদ হোসেন জাবেদ, ১৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আলম।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫২.৪৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগোলাম রহমান স্মৃতি ক্রিকেটের ফলাফল