চিকিৎসা সেবায় ডা. নুরুল ইসলামের অবদান অনস্বীকার্য

চমেক হৃদরোগ বিভাগের সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ জানুয়ারি, ২০২১ at ৯:৩১ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক, জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সম্মেলন কক্ষে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল হৃদরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. প্রবীর কুমার দাশ। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম একজন খ্যাতিমান চিকিৎসক ছিলেন। চিকিৎসা সেবায় তার অবদান অনস্বীকার্য। দেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতের উন্নয়নেও তাঁর ভূমিকা রয়েছে ।
এতে চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেন, অধ্যাপক নুরুল ইসলাম মেধা ও মননের সমন্বয়ে চিকিৎসা সেবাকে অনেক এগিয়ে নিয়েছিলেন। চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নেও তিনি ভূমিকা রেখেছিলেন। বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, চমেক মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবু সাঈদ, চমেক হাসপাতাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল, মেডিসিন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা. উজ্জল কান্তি দাশ, চমেক হাসপাতাল নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. নোমান খালেদ চৌধুরী, ইউএসটিসির হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ মোস্তফা কামাল, চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত। চমেক হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনিসুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আশীষ দে, সহকারী অধ্যাপক ডা. সালাহ উদ্দিন সিদ্দিকী, ডা. রিজোয়ান রেহান, ডা. নুরুদ্দীন তারেক, ডা. জাহাঙ্গীর সেলিম, ডা. সাগর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামকে নিয়ে কবিতা আবৃত্তি করেন চমেক হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সন্দীপন দাশ। অনুষ্ঠানে অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশের লেখা ‘জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম : তাঁকে যেমন দেখেছি’ বইটি বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিআরটিসি মোড়ে ট্রাক চাপায় ভ্যানগাড়ি চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে গৃহবধূর আত্মহত্যা