দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ব্যবসায়িক প্রাণকেন্দ্র লোহাগাড়া বণিক সমিতির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান সমিতির প্রধান উপদেষ্টা চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবিব জিতু। বিশেষ অতিথি ছিলেন শফিক আহমদ, এরফানুল করিম চৌধুরী, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জুনাঈদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নদভী বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ২০২০ সালের প্রতিকূল পরিস্থিতির অভিজ্ঞতা ২০২১ সালে কাজে লাগাতে পারলে বাংলাদেশ হবে সারা বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহামারির ধাক্কা সামলে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখনও গ্রামীণ অর্থনীতি চাঙা রয়েছে। প্রবাসী আয় দ্রুত গতিতে বাড়ছে। রপ্তানি আয় বাড়ছে। মেগা প্রকল্পে গতি এসেছে। সংকটে থাকা শেয়ারবাজার এখন প্রাণ খুঁজে পেয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












