চা উৎপাদনে চট্টগ্রামকে হটিয়ে দ্বিতীয় উত্তরাঞ্চল

| সোমবার , ২৫ জানুয়ারি, ২০২১ at ৯:২৬ পূর্বাহ্ণ

চা উৎপাদনে চট্টগ্রামকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান নিয়েছে উত্তরের পাঁচ জেলা। গতকাল রোববার পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ঊর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন এই তথ্য প্রকাশ করেন। খবর বিডিনিউজের।
পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বছর চায়ের জাতীয় উৎপাদন হয়েছে ৮৬ দশমিক ৩৯ মিলিয়ন কেজি, যার মধ্যে উত্তরাঞ্চলের এই পাঁচ জেলার সমতলের চা বাগান থেকে এসেছে ১১ দশমিক ৯২ শতাংশ।কোভিড-১৯ পরিস্থিতিতেও গত বছর চা উৎপাদনে রেকর্ড হয়েছে জানিয়ে তিনি বলেন, এর ফলে উত্তরবঙ্গ এখন চা উৎপাদনে দেশের তৃতীয় থেকে দ্বিতীয় চা অঞ্চলে পরিণত হয়েছে। চট্টগ্রাম অঞ্চল এখন তৃতীয়, আর বরাবরের মতো সিলেট অঞ্চল দেশের প্রথম চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে অবস্থান ধরে রেখেছে। মামুন জানান, জাতীয়ভাবে মোট চা-এর প্রায় ৮২ শতাংশ সিলেট অঞ্চলে, প্রায় ১২ শতাংশ উত্তরের পঞ্চগড় অঞ্চলে এবং প্রায় ৬ শতাংশ চট্টগ্রাম অঞ্চলে উৎপাদিত হয়। উত্তরের এই পাঁচ জেলা হলো পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আইন কলেজ ছাত্র যুব ঐক্য পরিষদের সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় শীতবস্ত্র বিতরণ