চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি। তবে এরআগে ৭৩৫টি কেন্দ্রে অনুশীলনমূলক (মক) ভোট অনুষ্ঠিত হবে আজ সোমবার। সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত ভোটারদের ইভিএম-এ ভোট দেয়ার পদ্ধতি শিখিয়ে দেবেন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা।
এব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজাদীকে জানান, এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সকল কেন্দ্রে (৭৩৫টি) ইভিএম-এ ভোট গ্রহণ হবে। এজন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে। ভোটাররা ইভিএম-এ কিভাবে ভোট দেবেন-সেই পদ্ধতি ভোটারদের আগে জানিয়ে দেয়ার জন্য আমরা অনুশীলনমূলক (মক) ভোটের আয়োজন করেছি। ভোটাররা সরেজমিন ভোট কেন্দ্রে গিয়ে কিভাবে ভোট দেবেন এবং তিনি যেই জায়গায় ভোট দিচ্ছেন তা ঠিক মতো দিচ্ছেন কিনা সব জানতে পারবেন-এই মক ভোটিংয়ের সময়।
জানা গেছে, চসিক নির্বাচনে ৭৩৫টি ভোট কেন্দ্রে ৪ হাজার ৮৮৬টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ২টি, অস্থায়ী বুথের সংখ্যা ৭৬৪টি। ভোট গ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৭৩৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪ হাজার ৮৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৯ হাজার ৭৭২ জন পোলিং কর্মকর্তা।
এদিকে নগরীর ৩৯, ৪০ ও ৪১ নম্বর এবং সংরক্ষিত ১৪ নম্বর ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা শিমুল শর্মার কাছে ইভিএম-এর মক ভোটিংয়ের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি আজাদীকে জানান, মক ভোটিংয়ের আমাদের সকল প্রস্তুতি রয়েছে। সোমবার সকাল থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের আমরা প্রতি কেন্দ্রে ২টি করে ইভিএমসহ ভোটগ্রহণের সকল সামগ্রী প্রদান করবো। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ভোটাররা গিয়ে ভোট দিতে পারবেন ইভিএম-এ। আমরা ভোটারদের অনুরোধ করছি তারা যেন ভোট কেন্দ্রে আসেন। কিভাবে ভোট দেবেন তা সরেজমিন প্রত্যক্ষ করেন। তারা ভোট দেয়ার পর বিকালে এসে ভোটের রেজাল্টও দেখতে পারবেন।