প্রিমিয়ার ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা গতকাল শনিবার বেলা ১২টায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির উপাচার্য ও সিন্ডিকেট-সভাপতি প্রফেসর ড. অনুপম সেনের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সভায় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন, প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আকতার হোসেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন অ্যাসোসিয়েট প্রফেসর এম. মঈনুল হক।
সভায় ইউনিভার্সিটির পরিবহন পুলের গাড়ি ব্যবহারের নীতিমালা এবং প্রকৌশল অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুমোদন করা হয়। এছাড়া শিক্ষকদের গবেষণায় সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করে গবেষণা সেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিশ্ববিদ্যালয় খুললে শিক্ষার্থীরা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাসে অংশগ্রহণ করতে পারে, সে ব্যাপারেও আলোচনা হয় সভায়। প্রেস বিজ্ঞপ্তি।