নগরীতে বাড়ির ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে হালিশহর থানাধীন বউ বাজার খাজা হোটেল মোড় এলাকার নূর জাহান ভিলায় এ ঘটনা ঘটে।
আনোয়ারা বেগম ওই এলাকার মৃত নুরুল হকের স্ত্রী। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে-শুটকি শুকাতে বাড়ির ২য় তলার ছাদে উঠেন আনোয়ারা বেগম। হঠাৎ মাথা ঘুরে ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত আনোয়ারা বেগমকে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে দায়িত্বরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক মো. আমির।