ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামকে ইউসিবির অনুদান

| রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি গত ২১ জানুয়ারি ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি হাসান ইমাম রুবেলের নিকট ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট সমন্বিত স্থায়ী অফিস স্থাপনের জন্য ইউসিবি এ অনুদান প্রদান করে। চেক প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, সৈয়দ ফরিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর্থিক কষ্ট লাঘবে সড়ক পরিবহন আইন সংশোধন জরুরি : শাজাহান খান
পরবর্তী নিবন্ধহালিশহরে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু