বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে সরিয়ে নগরের সদস্য সচিব আবুল হাশেম বক্করকে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের প্রধান নির্বাচনী এজেন্ট করা হয়েছে। গতকাল রিটার্নিং অফিসার কার্যালয়ে এ বিষয়ে চিঠি দেয়া হয়।
বিএনপি নেতারা জানিয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আবদুল্লাহ আল নোমানকে ঘিরে চট্টগ্রাম মহানগরে বিএনপির রাজনীতি দুটি ধারায় বিভক্ত। ডা. শাহাদাত হোসেনের নির্বাচন পরিচালনায় গত ৬ মার্চ রাতে আমীর খসরুকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে কেন্দ্রীয় বিএনপি। এতে আবদুল্লাহ আল নোমানকে না রাখায় ক্ষোভ প্রকাশ করেন তার অনুসারিরা। বিষয়টি নিয়ে বিব্রত ছিলেন নগর বিএনপির অনেক সিনিয়র নেতাও। তবে কোন্দল তীব্র হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয় কেন্দ্র। এবং ৭ মার্চ আবদুল্লাহ আল নোমানকে প্রধান নির্বাচনী এজেন্ট করা হয়েছিল।
করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হওয়ার পূর্বে ডা. শাহাদাতের জন্য নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন তিনি। স্থগিতাদেশ প্রত্যাহারের পর গত ৮ জানুয়ারি থেকে গণসংযোগ শুরু হলেও আবদুল্লাহ আল নোমানকে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে দেখা যায় নি।
মেয়র প্রার্থীর মিডিয়া সেলের সদস্য সচিব ইদ্রিস আলী বলেন, নির্বাচনী প্রধান এজেন্ট হিসেবে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল-নোমান দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে ও চিকিৎসকের পরামর্শে তিনি চট্টগ্রামে আসতে পারছেন না। তাই ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন আবুল হাশেম বক্কর।