‘ল্যারি কিং লাইভ’-সিএনএনে যার কণ্ঠে মোহাবিষ্ট ছিল বাংলাদেশের মানুষ, যুক্তরাষ্ট্রের সেই জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ল্যারি কিং আর নেই। খ্যাতনামা এই টিভি ব্যক্তিত্ব ৮৭ বছর বয়সে গতকাল শনিবার মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
‘ল্যারি কিং নাও’ ও ‘পলিটিকিং উইথ ল্যারি কিং’ অনুষ্ঠানের প্রযোজক কোম্পানি ওরা মিডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া সদালাপী এই উপস্থাপক লস অ্যাঞ্জেলসের সিডার-সিনাই মেডিকেল সেন্টারে মারা গেছেন। সিএনএন জানিয়েছে, ল্যারি কিংয়ের ফেসবুক পাতায় তার মৃত্যুর খবর জানানো হয়। খবর বিডিনিউজের।
চলতি মাসের প্রথমদিকে কোভিড-১৯ আক্রান্ত কিং-কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একটানা ২৫ বছর সিএনএনে ‘ল্যারি কিং লাইভ’ টক শো চালিয়ে এসেছিলেন ল্যারি কিং।
১৯৭০ এর দশকে রেডিও অনুষ্ঠানের মাধ্যমে খ্যাতিমান হয়ে ওঠেন কিং। ৬৩ বছরের পেশাগত জীবনে রেডিও, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে হাজার হাজার সাক্ষাৎকার নিয়েছিলেন। দুটি পিবডি ও একটি অ্যামি পুরস্কারসহ বহু প্রশংসা অর্জন করেছেন। সেলেব্রিটিদের সাক্ষাৎকার নিতে নিতে কিং নিজেই ‘সেলেব্রিটি’ হয়ে ওঠেন।